easy way to wear a sharee

শাড়ি পরার সহজ এবং সেরা কৌশল

বাঙ্গালী নারীর প্রথম পছন্দ শাড়ী। শাড়ী বিয়ে জন্মদিন, পার্টিসহ যে কোন অনুষ্ঠানে মানানসই। কিন্তু অনেক মেয়ে আছেন যারা শাড়ী পড়াটাকে বেশ ঝামেলার কাজ মনে করেন। আসলে কোন জিনিসে অভ্যস্ত না হলে বা জানা না থাকলে সে জিনিসটাকে একটু কঠিন মনে হ্ওয়া অস্বাভাবিক কিছু নয়। যাই হোক অনেক নারীই আছেন শাড়ী পড়লে ইচ্ছে করলে অন্যের দারস্ত হন। কিন্তু শাড়ী পড়াটা কিন্তু খুব কঠিন কিছু নয়। আসুন জেনে নেই বাংলাদেশের সর্বচেয়ে বড় অনলাইন শপিং স্বপ্নবাড়ী ডট কম থেকে শাড়ী পড়ার সহজ কৌশল।

শাড়ী অনেক ভাবে পড়া যায়। শাড়ীর ধরণ অনুযায় বিভিন্ন ভাঁজে বিভিন্ন শৈলীতে পড়তে পারেন। তবে আজকে আজলোচনা করবো বাঙ্গালী ধরনের উপর। যেটি আসলেই খুব সহজ।

মানান সই রঙ্গের সাথে বাঙ্গালি ড্রপিং যা আপনারে চেহারা আর গরণটাকে করবে আকর্ষণীয়।

 

উপকরণঃ ব্লাউস, পেটিকোট, সেফটি পিন, ক্লিপ, শাড়ী, জুতা

 

  • শাড়ীর সাথে ম্যাচিং করে প্রথমেই ব্লাউস পড়ে নিন।
  • শাড়ীর সাথে ম্যাচিং করে পেটিকোট পড়ে নিন। কারণ পেটিকোট আপনার শাড়ীকে কোমরে আটকে রাখতে সাহায্য করবে।
  • আপনি আপনার পছন্দ শাড়ীর সাথে ম্যাচিং করে জুতা পড়ে নিন। কেননা জুতা ছাড়া শাড়ী পড়লে পরবর্তীতে শাড়ীর ঝুলে কমবেশী হতে পারে।

 

শাড়ী পরা শুরু করুনঃ

মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করলেই হতে পারেন শাড়ী পরার বিজ্ঞ একজন

  • শাড়ী হাতে নিয়ে শাড়ীর আাঁচল আর জমিন দেখে নিন। অথ্যাৎ শাড়ী এক প্রান্ত বাইরে থাকে আর এক প্রান্ত ভিতরে।
  • ভিতরের প্রান্ত হাতে নিনhow to wear a saree in bengali
  • কোমরের ডান পাশে পেটিকোটের ভিতরে উপরের কোনা গুজে দিন নিচের অংশটাকে এমনভাবে রাখুন যাতে হাটার সময় শাড়ী জুতার তলায় না আটকে যায়।
  • আস্তে আস্তে বাম দিকে ঘুরে কোমরের চারদিকে শাড়ী পেঁচিয়ে নিন পেটিকোটে গুজে আটকে দিন।শাড়ীর দৈঘ্য অনুযায়ী প্রয়োজনে দুইবার পেচিয়ে নিন।
  • এবার শাড়ীর আচঁল হাতে নিন লম্বালম্বি ভাবে ভাঁজ করে ফোল্ডিং তৈরী করুন। ফোল্ডিংটাকে বাম কাধেঁ উপর দিয়ে পিছনের দিকে ছেড়ে দিন। পা পযন্ত ছাড়িয়ে নিন।
  • কাধেঁর উপরে ক্লিপ দিয়ে আটকে নিন।how to wear sharee
  • এবার মাঝখানের বাকী অংশকে ছবির মত করে ভাঁজ করে ফোল্ডিং তৈরী করে নাভীর নিচে গুজে রাখুন।
  • এবার আপনার প্রয়োজনে বিভিন্ন জায়গায় পিন দিয়ে আটকে দিতে পারেন তবে পিন লাগানোর সময় অবশ্যই সাবধনতা অবলম্বন করবেন।how to wear a saree
  • ব্যাস, এবার দেখুন শাড়ী পড়া হয়েছে কিনা?

 

হ্যাঁ, প্রতিটি কাজই হয়তো প্রথমেই সুন্দর হয়না কিন্তু যদি সেই কাজ যদি একাদিক বার করা যায় তাহলে সেটাতে আরো নতুন রুপ দেয় সম্ভব । যে শাড়ী আপনার কাছে ঝামেলা মনে হচ্ছে সেই শাড়ী পড়াতে আপনি হতে পারেন এক্সপাট।

আপনি আপনার মনের মত বিভিন্ন ধরনের শাড়ী ক্রয় করতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপিং:: স্বপ্নবাড়ী ডট কম থেকে