winter-dress-tips-online-shopping-shopnobari

মাত্র 5 মিনিটে নিজেকে সাজিয়ে নেয়ার কৌশল

ছেলেরা যারা চাকুরী করেন তাদের অফিস যাওয়ার প্রস্তুতিটা ছোট হলেও মেয়েদের ক্ষেত্রে অতটা দ্রুত সম্ভব হয়না। সকালের নাস্তা তৈরী, পোশাক পরিচ্ছদ, মেকাপ সব মিলিয়ে একটা দীর্ঘ প্রক্রিয়া আর যদি ছোট বাচ্চা থাকে বা বাচ্চাদের স্কুল থাকে তাহলেতো আরো কঠিন। হয়তো ভাববেন কাজের বুয়ার হেল্প নিবেন, তবুও তাকে সাংসারিক কাজকর্ম বুঝিয়ে অফিসে যাওয়ার প্রস্তুতি তাও কিন্তু কম কঠিন না। হয়তো বলবেন বাচ্চার মায়ের আবার নিজেকে সাজানোর প্রয়োজন কি? কিন্তু জানেন কি আয়নায় যদি নিজেকে দেখে  নিজের কাছে ভাললাগে তাহলে এই ভাললাগাটা আপনার সারা দিনের আত্নবিশ্বাস বাড়াবে। বাড়াবে কাজের গতিসহ সাফল্য। তাই মেকাপ বা নিজেকে সাজানো কখনো এড়িয়ে যাওয়া উচিত নয়।সময় অল্প তাই বলে নিজেকে না সাজিয়ে অফিস যাওয়া মোটেও পজিটিভ হবে না। অল্প সময়ে নিজেকে সাজিয়ে নেয়ার কিছু কৌশল জেনে নিন বিউটি এক্সপার্টের কাছ  ।

প্রথমে ময়েশ্চারাজার মেখে নিন, এবার ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন মুখে ও গলায় লাগিয়ে একটা ভেজা স্পঞ্জ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিন। ফাউন্ডেশন দেয়ার পরও মুখে যদি ভাঁজ বা দাগ থাকে তাহলে কনসিলার ব্যবহার করুন। এবার কমপ্যাক্ট পাউডার দিন।

কাজল শুধু চোখের ভেতর লাগান, ওপরে আইলাইনার লাগান।
সবশেষে মাশকারা লাগান।

লিপ পেন্সিল আউট লাইন এঁকে নিয়ে হালকা রঙের লিপগ্লস লাগিয়ে নিন।

চুলগুলো? ছোট চুল হলে ছেড়েই রাখতে পারেন, আবার হালকা করে পাঞ্চ ক্লিপ দিয়ে আটকেও দিতে পারেন।

চুল যদি বড় হয়, আর আটকে রাখতে চান, তবে হাতখোঁপা করে তাতে ব্যবহার করতে পারেন তামা বা রুপার কাঁটা।

ফ্যাশনেবল-আরামদায়ক পোশাক, ব্যাগ-জুতা-ঘড়ি-হালকা গহনার ব্যবহার আপনার রুচি ও ব্যক্তিত্বকে তুলে ধরে। এজন্য এগুলো নির্বাচনে সচেতন থাকুন।

অবশ্যই পছন্দের পারফিউম মেখেই বের হবেন।

এই পাঁচ মিনিটের প্রস্তুতি আপনাকে সারাদিনের আত্মবিশ্বাস যোগাবে।

সন্ধ্যায় ফিরে প্রথমে তুলায় অলিভ অয়েল নিয়ে মেকআপ তুলে, ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করুন।