shopnobari summer collection

What to do in rainy lifestyle

What to do in rainy lifestyle

বর্ষাকালের এই সময়ে কখনো কড়া রোদ, আবার কখনোবা বৃষ্টি। আকাশে সূর্যের হাসি দেখে ছাতা ছাড়াই বেরিয়েছেন ঘরের বাইরে, হঠাৎ এক পশলা বৃষ্টি ভিজেয়ে দিতে পারে আপনাকে। আর বৃষ্টিতে ভিজলে ঠান্ডা কিংবা জ্বর বাধানোর পাশাপাশি নষ্ট হতে পারে আপনার প্রিয় পোশাকটিও।আর এক্ষেত্রে প্রথমেই আসবে সুতি কাপড়ের প্রসঙ্গ কিংবা সাদা কাপড়ে বৃষ্টির পানি আর কাদা মাখামাখি হয়ে বিপত্তির মুখোমুখি পড়তে হয় অনেককেই। তাই বলে কি বৃষ্টির ভয়ে ঘরে বসে থাকতে হবে ?, তা নয়। বরং বৃষ্টিকে মানিয়েই আপনাকে প্রয়োজনে বাইরে বের হতে হবে। বৃষ্টির দিনে নিজেকে কীভাবে সামলাবেন তার জন্য কিছু পরামর্শ রইলো-
• যে ধরনের ফ্রেবিকই আপনার স্টাইলের সঙ্গে মানানসই হোক না কেন, খেয়াল রাখতে হবে যেন এ ধরনের কাপড়ের মধ্য দিয়ে কিছুটা হলেও বাতাস ঢোকার সুযোগ থাকে। কেননা পাতলা এবং বাতাস ঢোকে এমন কাপড় বৃষ্টিতে ভিজে গেলেও তাড়াতাড়ি শুকিয়ে যায়।
• বৃষ্টির দিনে ভারী কাজের কোনো পোশাক না পরাই উত্তম। তবে কোনো কারণে এ জাতীয় পোশাক পরার পর তা যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে সেটি বাসায় ফিরবার পর অবশ্যই ভালো করে শুকিয়ে তারপর সংরক্ষণ করতে হবে। তা না হলে কাপড়ে কালো ছোপ ছোপ দাগ পড়ে যেতে পারে।
• বৃষ্টির মতো ঘামে ভেজা কাপড়ও কিছুক্ষণ উন্মুক্ত স্থানে রাখতে হবে, যাতে কাপড়ে ঘামের দাগ বসে না যায়।
• এছাড়া যারা বেশি ঘামেন তাদের প্রতিদিনের পরিধেয় কাপড় একদিন পর পর ধয়ে দেওয়ার চেষ্ট্রা করতে হবে।
• সর্বোপরি বৃষ্টির হাতে থেকে আপনার মূল্যবান পোশাক এবং মাথা বাঁচাতে বর্ষাতি ব্যবহারের অভ্যাসটা গড়ে তুলতে হবে।
• যে সব অনুষঙ্গ সঙ্গে রাখাটা আপনারা জন্য শুভ রেইনকোট, ছাতা,বৃষ্টির উপযোগী ব্যাগ.

 

বর্ষা ঋতুকে সামনে রেখে এবার স্বপ্নবাড়ী নিয়ে এসছে বাহরি ডিজাইনের পোশাক। চলমান আবহাওয়ার কথা চিন্তা করে ফ্যাশন সচেতনদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক এনছে স্বপ্নবাড়ী । স্বপ্নবাড়ীর পোশাকগুলোর অন্যতম বৈশিষ্ট্য মার্জিত কালার কম্বিনেশন। পোশাকের কাপড়ের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে সম্পূর্ণ কটন কাপড়। তারুণ্যের চাহিদা বিবেচনায় শতভাগ সুতি কাপড়ে এবং হালকা কালারের ভিতর পোশাকের ডিজাইনে বিভিন্ন পোশাক আনা হয়েছে এখানে। অনলাইন শপ স্বপ্নবাড়ীর কালেকশনে রয়েছে নতুন ডিজাইনের হাফ হাতা শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট, জিন্স প্যান্ট, তাঁতের লুঙ্গি পাঞ্জাবি, জুতা এবং মেয়েদের জন্য তাঁতের শাড়ী, বিভিন্ন ধরণে সুতি শাড়ী, থ্রী-পিচ, ইন্ডিয়ান সারার এবং বাচ্চাদের পোশাকসহ বিভিন্ন পোশাক