winter-dress-tips-online-shopping-shopnobari

How to Stay warm in Winter

বিভিন্ন ধরণের কাপড়ের মধ্যে কিছু কিছু কাপড় গরমের জন্য সেরা আবার কিছু কাপড় বর্ষাকালের জন্য আবার কিছু শীতের জন্য বিশেষ উপকারী। তাই সঠিক কাপড় বাছাই করা শীতকালে একটি  শীতে শরীরকে গরম রাখতে সঠিক কাপড় বেছে নেয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কোন কোন কাপড় শীতকালে একটু বেশি আরাম এনে দেয় আবার কিছু একটু কম। তাই কোন ধরণের কাপড় কেমন উষ্ণ তা জেনে নেয়াটা বুদ্ধিমানের কাজ। আসুন জেনে নেয়া যাক কোন ধরণে কাপড় কেমন উষ্ণতা এনে দিতে পারে

  • কটন কাপড়ঃ বেস বা মাঝারী ধরনের উষ্ণতার জন্য কটন কাপড়টাকে বেছে নিতে পারেন। কটন কাপড় অন্যান্য কাপড়ের মতো বেশি উষ্ণতা দেবে না কিন্তু এটা আপনার শরীরে ঘাম শোষণে সহায়তা করবে। তাই মাঝারি ধরণের শীতে কটন কাপড়ের পোষাক আপনার জন্য উপযুক্ত।
  • ডেনিম কাপড়ঃ আপনারা পোষাকের শীর্ষে বা মধ্য স্তর যদি ডেনিম কাপড় থাকে তাহলে শীত আপনাকে বিরক্তিকর পরিস্থিতে ফেলতে পারবে না। জিন্স ক্যাজুয়াল পোষাকের মধ্য একটি অন্যতম। আপনি যদি মধ্য বয়সী হয়ে থাকেন।
  • লেদারঃ শীতের তীব্রতায় আপনি বেছে নিতে পারে লেদারের তৈরী জ্যাকেট। যদি আবহাওয়াটা হয় শৈত প্রবাহপ্রবণ তাহলে এটি আপনাকে দিবে চরম আরাম। যারা মটর ড্রাইভ করেন তাদের জন্য এটি প্রথম পছন্দের তালিকায় স্থান দিতে পারেন।
  • উলের তৈরী পোষাকঃ এটি মধ্যম বা টপ লেয়ার হিসেবে ব্যবহার করতে পারেন। উল একটি উষ্ণতম ফেব্রিক্স। একটি পাতলা উলের তৈরী পোষাক আপনার অন্যান্য মোটা কাপড়ের চেয়েও এনে দিবে উষ্ণতা। যা আপনাকে শীতের প্রকোপ থেকে রক্ষা করবে। তাই এই শীতে বেছে নিতে পারেন উলের তৈরী পোষাক।

শীতের প্রকোপ বা তীব্রতার উপর ভিত্তি করে আপনি পরিধান করতে পারেন একসাথে একাধিক ধরনের পোষাক। সর্বোপরি নির্ভর করে আবহাওয়া ধরণের উপর।আরো কিছু বিষয় যেমন আপনি যদি অফিসে যান তাহলে আপনাকে অফিস ডেস্ককোট মেনে বেছে নিতে হবে শীতের পোষাক । আবার যদি কোন অনুষ্ঠানে যান তাহলেও আপনাকে পরিবেশটা মাথায় রেখে বেছে নিতে হবে শীতের কাপড়। তবে মাথায় রাখতে হবে পোষাক শুধু শীতকে তাড়ানের জন্য নয় স্মার্টনেসটাকেও প্রাধান্য দিতে হবে। ছেলেদের জন্য শীতের পোষাক গাইড এবং শীতকালীন পোষাক কিনুন