why-affiliate-marketing

কেন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন?

ইন্টারনেট জগতে অনেকভাবে অর্থ উর্পাজনের পথ আছে তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং কেন করবেন। অথবা স্বপ্নবাড়ীতেই কেন করবেন। এই প্রশ্নের উত্তরে নিচের পয়েন্টগুলো উল্লেখ করছি।

 

১। বিশ্বব্যাপী মার্কেটিং এর সুযোগঃ অ্যাফিলিয়েট একটি বিশ্বব্যাপী সমাদৃত মার্কেটিং পদ্ধতি। আপনি ঘরে বসে বিশ্বের যে কোন দেশের কাষ্টমারের কাছে পণ্য বিক্রি করতে পারেন।

২। কোন বিনিয়োগের প্রয়োজন নেইঃ আপনি যদি ইন্টানেট জগতে দক্ষ হয়ে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে কোন বিনিয়োগ প্রয়োজন নেই। তবে যদি আপনি দ্রুত বেশি অর্থ উপার্জন করতে চান তাহলে আপনি কিছু বিনিয়োগ করতে পারেন। সবচেয়ে গুরুত্ব পূর্ন বিষয় হচ্ছে আপনার বিনিযোগ দ্রুত মূলধনে রুপান্তর করতে পারেন।

৩। কোন মাসিক বা বাৎসরিক চার্জ নেইঃ আপনি যদি স্বপ্নবাড়ীতে অ্যাফিলিয়েট মার্কেটার হতে চান তাহলে আপনার কোন মাসিক বা বাৎসরিক এমন কি সদস্য হতেও কোন ফি বা চার্জ দিতে হবে না।

৪। কোন রক্ষনাবেক্ষণের ঝামেলা নেইঃ যেহেতু আপনি শুধু মধ্যস্থাকারী হিসেবে কাজ করবেন। তাই পণ্যের কোন রক্ষনাবেক্ষণ প্রয়োজন নেই।

৫। কাষ্টমার সার্পেটঃ অ্যাফিলিযেট মার্কেটিং এর আরেকটি সুবিধা হলো আপনাকে কোন কাষ্টমার সার্পোটের ঝামেলা পোহাতে হবে ননা।এটা সম্পূর্ণ বহন করবে স্বপ্নবাড়ী।

৬। নিশ্চিত আয়ঃ অ্যাফিলিযেট মার্কেটিং এ আপনার কোন ব্যয় নির্বাহ করতে হবে না। একবার আপনি উপার্জন শুরু করলে প্রতিমাসে সুনিশ্চিত উপাজনের রাস্তা পেয়ে যাবেন।

৭। ঘরে বসেই কাজ করার সুযোগঃ যেহেতু এটা ইন্টারনেট ভিত্তিক কাজ এর জন্য আপনাকে মার্কেটে মার্কেটে ঘুরতে হবে না। ঘরে বসেই কাজ করবেন।

৮। টাকা পাওয়ার সহজ মাধ্যমঃ আপনি বাংলাদেশী বাসিন্দা হলে আপনি বিকাশেই আপনার উপার্জনকৃত অর্থ হাতে পাবেন।