0

Shopping cart

Shopping cart

shopnobari online shopping

বাংলাদেশে সবচেয়ে সেরা অনলাইন শপিং-স্বপ্নবাড়ী.কম

বাংলাদেশে সবচেয়ে সেরা অনলাইন শপিং-স্বপ্নবাড়ী.কম

প্রযুক্তি উন্নয়নের হাত ধরে এগিয়ে চলেছে অনলাইন শপিং। বিশ্বের উন্নত দেশের মত বাংলাদেশও অনলাইন শপিং এ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনলাইন শপিং। আর অনলাইন শপিং এর জনপ্রিয়তার ফলে মানুষের নিত্য প্রয়োজনী দ্রব্য সামগ্রী ক্রয় প্রক্রিয়া হয়ে উঠেছে অনেক সহজতর।ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশীদার হতে যাত্রা শুরু করেছে স্বপ্নবাড়ী ডট কম। স্বপ্নবাড়ীতে পাওয়া যাচ্ছে পোশাক, ইলেকট্রনিক্স, আসবাবপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য। স্বপ্নবাড়ী ভোক্তাদের চাহিদাকে মাথায় থেকে যুগউপযোগী সব পণ্য সংগ্রহ করে প্রতিযোগীতা মূলক মূল্য নিধারণ করে দ্রুত পৌছে দিচ্ছ ভোক্তার দ্বার প্রান্তে।

স্বপ্নবাড়ী কি?

স্বপ্নবাড়ী হচ্ছে একটি অনলাইন মার্কেটপ্লেস। যেখান থেকে আপনি সহজেই আপনার প্রয়োজনীয় পোশাক, ইলেকট্রনিক্স পণ্য আসবাবপত্রসহ অনেক কিছুই খুব সহজে ঘর বসেই ক্রয় করতে পারবেন।

স্বপ্নবাড়ী কি ধরণের পণ্য বিক্রয় করে থাকে?

স্বপ্নবাড়ী পুরুষদের জন্য শার্ট, প্যান্ট, পাঞ্জাবী, লুঙ্গি, গেঞ্জি, জুতা, মোজা, বেল্ট, ঘড়ি, সানগ্লাস, বডিপ্রে, কসমেটিক্স ইনার পোশাক সহ যাবতীয় পণ্য এবং মহিলাদের জন্য সালোয়ার, কামিজ, থ্রী-পিস, টপস, লেহেঙ্গা, কুর্তি, প্যান্ট, শাড়ী, জামদানী শাড়ী, সুতি শাড়ী, তাঁতেরা শাড়ী, ব্রা, পেন্টি, অলংকার, কসমেটিক্স, সানগ্লাস সহ অন্যান্য পণ্য এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে এক্লুসিভ কালেশান আরো রয়েছে ইলেকট্রনিক্সআসবাবপত্রসহ বিভিন্ন পণ্য সামগ্রী।

স্বপ্নবাড়ী পণ্যের গুনগত মান কেমন?

স্বপ্নবাড়ী গুনগত মান সর্বদা বিশেষজ্ঞ টিম দ্বারা নিয়ন্তন করা হয়ে থাকে। যাতে পণ্যের ভোক্তারদের কোন প্রকার ক্ষতি সাধিত না হয়। মোট কথা কোয়লিটিতে স্বপ্নবাড়ী কোন প্রকার ছাড় দেয় না।

স্বপ্নবাড়ীতে পণ্যের দাম কেমন?

স্বপ্নবাড়ী সবর্দা সরাসরি উৎপাদনকারী কাছ থেকে পণ্য সংগ্রহ করে থাকে। কোন প্রকার মধ্যস্থাকারী না থাকায় দাম প্রচলিত বাজারে তুলনামূলক কম।তবে সব ধরণে ক্রেতার কথা মাথায় রেখে সর্বনিম্ন দাম থেকে বেশী দামের পণ্যও সংযুক্ত আছে যাতে সব ধরণের ক্রেতা ক্রয় করতে পারে।

কিভাবে পণ্য ক্রয় করতে হবে?

আপনি আপনার কম্পিউটার, ল্যাপটপ এমন কি স্মাট ফোন থেকে যদি ইন্টারনেট কালেকশান থাকে আপনার যেকোন ব্রাউজার(মজিলা, ক্রোম, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোয়ার, ইউসি) shopnobari.com লিখে ইন্টার চাপুন অথবা সার্চ করুন স্বপ্নবাড়ী ওয়েবসাইটে প্রবেশ করবেন।এখান থেকে বিভিন্ন ক্যাটাগরির পণ্য দেখুন। এখানে দাম, পণ্যের বিবরণ, সাইজ, কালার প্রভৃতি দেখে আপনার পছন্দের পণ্যের নিচে বা পাশে Add to Cart বাটনে ক্লিক করলে আপনাকে Checkout পেজে নিয়ে যাবে। এখানে আপনারা নাম, পণ্য ডেলিভারী ঠিকানা, ইমেইল পেমেন্ট মেথড অথ্যাৎ আপনি কিভাবে মূল্য পরিশোধ করতে ইচ্ছুক(বিকাশ, ব্যাংক একাউন্টে, ক্যাশ অন ডেলিভারী) সেটা সিলেক্ট করলে আপনাকে থ্যাম্ক ইউ পেজে নিয়ে যাবে। ব্যাস আপনার কাজ শেষ।আমাদের প্রতিনিধি আপনার সাথে ২৪ ঘন্টার মধ্যে ফোনে যোগযোগ করে আপনার অর্ডার কনফার্ম করবে।

অথবা আপনি যদি উপরোক্ত পদ্ধতি ঝামেলা মনে করেন তাহলে সবার উপরে ডানে আমাদের মোবাইল নাম্বারে ফোন করে আপাদের কে আপনার পছন্দের পণ্যটির ট্যাগ নাম্বার জানিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন।

এছাড়াও আমাদের billing@shopnobari.com এই মেইলে মেইল করেও অর্ডার করতে পারেন।

 

কতদিনের মধ্যে পণ্য ডেলিভারী দেওয়া হয়?

আপনার অর্ডার কনফার্মের সবোচ্চ ৭ কর্মদিবসের মধ্যে আপনার পণ্য আপনার নির্ধারিত ঠিকানায় পৌছে দেওয়া হবে।

অর্ডার বাতিল করার কোন সুযোগ আছে কি?

হ্যাঁ, আপনি যদি আপনার অর্ডার বাতিল করতে চান তাহলে support@shopnobari.com অথবা আমাদের উল্লেখিত মোবাইল নাম্বারে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে অবহিত করতে হবে।

পরিবর্তনের সুযোগ আছে কি?

হ্যাঁ, আপনি যদি আপনার অর্ডারকৃত পণ্যের পরির্বতে অন্য কোন পণ্য পেয়ে থাকেন বা নষ্ট বা ব্যবহার অনউপযোগী অবস্থায় পণ্য পেয়ে থাকেন, তাহলে আমাদের ফোন করে অবহিত করে ফেরত পাঠাতে পারবেন।

সরাসরি পণ্য ক্রয়ের সুযোগ আছে কি?

না, আমাদের কোন শো-রুম না থাকায় আপনি সরাসরি কোন পণ্য ক্রয় করতে পারবেন না।

আচ্ছা এ তো গেল স্বপ্নবাড়ীর কথা? এখন বলি আপনি কেন স্বপ্নবাড়ী থেকে পণ্য ক্রয় করবেন?

আশে পাশে এত শপিংমল বা দোকান থাকতে বা অনলাইনে এত সাইট থাকতে

স্বপ্নবাড়ী থেকেই কেন কিনবেন?

  • ২৪ ঘন্টাই কেনাকাটার সুযোগ
  • হাজারো লোকের ভিড়ের ঝামেলামুক্ত
  • পণ্য বিবরণসহ দাম যা আপনাকে আপনারা বাজেটের মধ্য পণ্য বাছাই করতে সাহায্য করবে।
  • প্রতারিত হওয়ার কোন সম্ভাবনা নাই
  • বাজারে যাওয়া আসার যাতাযাত ভাড়া গুনতে হবে না।
  • অফিসে বা বাসায় কাজের পাশাপাশি শপিং করার সুযোগ।
  • পরিবারের সবাইকে সাথে নিয়ে পণ্য পছন্দ করার সুযোগ। এমনকি আপনার কোন প্রিয়জন বিশ্বের যে প্রান্তেই থাকুক সেও আপনার শপিং এ সাহায্য করতে পারবে।
  • রাস্তাঘাটে ছিনতাইকারীর কবল থেকে রেহাই।
  • গুনগত মানের পণ্য ।
  • সঠিক সময়ে পণ্য ডেলিভারী।
  • পণ্য পরিবর্তনের সুযোগ
  • অর্ডার বাতিলের সুযোগ
  • তুলনামূলক কম দাম
  • সময় ও শ্রম দুটোই বাঁচানোর সুযোগ।

 

একবার ভাবুনতো অনলাইনে আজ কত কি হচ্ছে । আর এই অনলাইনের কারণে পুরো দুনিয়াটা আপনার হাতের মুঠোয়।

তাই নিশ্চিতে সেরে ফেলুন ঈদ, পুজো, বিয়ে-সাদি, জন্মদিন, পহেলা বৈশাখ সহ যাবতীয় উৎসবের কেনা কাটা। গিফটও পাঠাতে পারেন আপনার প্রিয়জনকে। শুধু আপনার প্রিয়জনের ঠিকানাটা উল্লেখ করুন আমরা পৌছে দিবো আপনার হয়ে।

বাংলাদেশী অনলাইন শপিং

সর্বদাই আপনার জন্য

নতুন সংযুক্ত

অন সেল প্রোডাক্ট

ফিচার প্রোডাক্ট

টপ রেটেড প্রোডাক্ট

সহজ ও নিরাপদ পেমেন্ট

বিকাশ, রকেট, ব্যাংক, কার্ড ও ক্যাশ অন ডেরিভারী ব্যবস্থা

দ্রুত কাস্টমার সেবা

২৪/৭ কাস্টমার কল সেন্টার। বন্ধুত্বপূর্ণ কাস্টমার সেবা নিশ্চিত করি।

নির্ধারিত সময়ে ডেলিভারী

২-৭ দিনে ডেলিভারী করতে অঙ্গীকারাবদ্ধ

কম দাম

আমরা তুলনামুলক কম দামে প্রোডাক্ট অফার করে থাকি

স্বপ্নবাড়ী

বাংলাদেশী অনলাইন শপিং-এ বিশ্বস্ত ঠিকানা

পুরুষদের পোশাক , মহিলাদের পোশাক, শিশু ও শিশুর পোশাক , জুয়েলারী , স্বাস্থ্য ও সৌন্দর্য পণ্য , ইলেক্ট্রনিক্স , আনুষাঙ্গিক- আপনার যেকোন সময়ের জন্য প্রয়োজন, Shopnobari, আপনার পছন্দের অনলাইন শপিং সাইট, আপনাকে পণ্যগুলির একটি বিস্তৃত পরিসর সরবরাহ করতে পারে। সপ্তাহান্তে বা মুখে ভিড় করার জন্য অপেক্ষা করার জন্য কোনও কাজ করার প্রয়োজন নেই যেহেতু আপনি অনলাইনে কাজ করার পরে নিজের ঘরে বসে কেনাকাটা করতে পারেন। বিভাগ জুড়ে প্রায় সমস্ত জনপ্রিয় ব্র্যান্ড তাদের পণ্য অনলাইনে বিক্রি করে, যার ফলে আপনি আপনার পছন্দের কাছাকাছি আসেন। ওহ, এবং এই পণ্যগুলির উপর বিভিন্ন ডিসকাউন্ট সম্পর্কে ভুলে যাবেন না। যা তাদের পক্ষে এমন একটি অফার দেয় যা প্রতিরোধ করা খুব কঠিন।  আসুন আমরা আপনার জন্য বাংলাদেশের অনলাইন শপিং সন্তুষ্টির আশ্রয় স্থল।

বাংলাদেশে সেরা অনলাইন শপিং

স্বপ্নবাড়ী বাংলাদেশে এই প্রথম তাঁত বস্ত্রকে বাংলাদেশের আনাচে কানাচে পৌছে দেয়ার অভিপ্রায় নিয়ে যাত্রা শুরু করেছে। স্বপ্নবাড়ী দিচ্ছে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল এর বিখ্যাত সব তাঁতের শাড়ী, লুঙ্গি, থ্রি-পিচ ও গামছার নতুন নতুন কালেকশান। তাই স্বপ্নবাড়ী বাংলাদেশে অনলাইন শপিং -এর জগতে অনন্য নাম। গ্রাহকদের শতভাগ সন্তষ্টি নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশী ক্রেতাদের কাছে স্বপ্নবাড়ী এখন আস্থা ও নির্ভরতার প্রতীক। তাছাড়াও থাকছে বিভিন্ন ধরণে বিশাল পণ্য সম্ভার । যা ভোক্তার দোড়গোড়ায় পৌছানো নিশ্চিত করণের মাধ্যমে স্বপ্নবাড়ী কাছ করে যাচ্ছে। গ্রাহকদের যে কোন প্রয়োজনে ২৪ ঘন্টার কাস্টমার সার্ভিস সেবা তো থাকছেই যা খোলা থাকছে সপ্তাহে ৭ দিনই!

স্বপ্নবাড়ী অনলাইন শপিং এর মিশন

পরিবর্তন নীতিমাল

পরিবর্তন নীতিমালা জেনে নিন

ফেরত নীতিমালা

ফেরত নীতিমালা জেনে নিন

রিটার্ন নীতিমাল

রিটার্ন নীতিমালা জেনে নিন