reward-program-and-cash-back-offer-in-bd-online-shopping-shopnobari

রিওয়ার্ড প্রোগ্রাম ও ক্যাশব্যাক অফার

নতুন কাস্টমারের রিওয়ার্ড প্রোগ্রাম ও নির্ধারিত পণ্যের উপরে ক্যাশব্যাক

আমরা অত্যান্ত আনন্দের সহি জানাচ্ছি যে, এখন থেকে স্বপ্নবাড়ী প্রতিটি নতুন কাস্টমার পাবেন রেজিস্ট্রাশন রিওয়ার্ড। আপনি যদি কাস্টমার হিসেবে স্বপ্নবাড়ীতে রেজিস্ট্রাশান করেন তাহলে এই রিওয়ার্ড পাবেন। তাই যদি এখনও রেজিস্ট্রাশান না করে থাকেন তাহলে এক্ষুনি করে জিতে নিন এই রিওয়ার্ড ব্যালান্স। আপনি এই ফ্রি রিওয়ার্ড ব্যালান্স দিয়ে পরবর্তী কেনাকাটায় মূল্য পরিশোধ অথবা ডেলিভারী চার্জ পরিশোধ করতে পারবেন। তাছাড়া নির্ধারিত প্রতিটি পণ্যের উপর পাচ্ছেন ১০% থেকে ২০% পর্যন্ত ক্যাশব্যাক। এই অফার স্বপ্নবাড়ী প্রতিটি সম্মানিত রেজিস্ট্রার্ড কাস্টমারের জন্য প্রযোজ্য।

কিভাবে এই রিওয়ার্ড ব্যালান্স পাবেন?

আপনি স্বপ্নবাড়ীতে বিভিন্ন ভাবে এই রিওয়ার্ড ব্যালান্স পেতে পারেন। তার মধ্যে কিছু নিম্নে উল্লেখ করা হলে

  • নতুন কাস্টমার হিসেবে রেজিস্ট্রাশান করে ১০০ টাকা।
  • যে কোন পণ্য ক্রয় করে ক্রয়মূল্যের ১০% থেকে ২০% পর্যন্ত ক্যাশবাক। যা নির্ধারিত পণ্যের উপর ক্যাশব্যাক অফার হিসেবে দেওয়া হবে।
  • আপনি যে কোন পণ্য ক্রয় করে সেই পণ্যের উপর রিভিউ প্রদান করলে পণ্যের উপর ভিত্তি করে পাবেন ৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত রিওয়ার্ড ব্যালান্স।
  • আপনি স্বপ্নবাড়ীকে  বা স্বপ্নবাড়ীর যে কোন পণ্য আপনার প্রিয়জন বা অন্য কাউকে রেফার করলে
  •             যদি রেফারেল লিংক ক্লিক করে শুধু স্বপ্নবাড়ী ভিজিট করে তাহলে পাবেন প্রতিটি ভিজিটরের জন্য ৫টাকা।
  •             যদি রেফারেল লিংক ক্লিক স্বপ্নবাড়ী ভিজিট করে এবং রেজিস্ট্রাশান করে কোনো পণ্য ক্রয় করে তাহলে পাবেন প্রতিটি রেজিস্ট্রাশানের জন্য ১০০ টাকা।

আপনি কিভাবে রিওয়ার্ড ব্যালান্স ও ক্যাশব্যাক ব্যালান্স জানতে পারবেন?

আপনি উপরের টপ মেনুতে নিচে দেয়া চিত্রের মত দেখতে পাবেন

অথবা আপনার একাউন্ট ড্যাশবোর্ড এ My Account >My Wallet  গিয়ে আপনার ব্যালান্স চেক করতে পারবেন।

রিওয়ার্ডেড ব্যালান্স ও ক্যাশব্যাক ব্যালান্স কিভাবে ব্যবহার করতে পারবেন?

আপনি পরবর্তী কেনাকাটায় রিওয়ার্ড ব্যালান্স ও ক্যাশব্যাক ব্যালান্স ব্যবহার করতে পারবেন। আপনি আপনার ওয়ালেটে জমাকৃত সম্পূর্ন অথবা আংশিকও আপনার ক্রয়কৃত পণ্যের মূল্য অথবা ডেলিভারী চার্জ বাবদ ব্যয় করতে পারবেন। বোঝার সুবিধার্থে –ধরুন আপনি নতুন রেজিস্ট্রাশান রিওয়ার্ড পেয়েছেন ১০০ টাকা, ক্যাশব্যাক পেয়েছেন ৪০০ টাকা, ভিজিটর রিওয়ার্ড পেয়েছেন ২০ টাকা, রেফারেল রিওয়ার্ড পেয়েছেন ৫০ টাকা আপনার মোট ওয়ালেট ব্যালান্স হয়েছে ৫৭০ টাকা। আপনি পরবর্তীতে ২০০০ টাকার একটি পণ্য ক্রয় করলেন। সেখানে আপনি ওয়ালেট থেকে ৫৭০ টাকা এবং ১৪৩০ টাকা বিকাশ বা ক্যাশঅন ডেলিভারীতে পরিশোধ করতে পারবেন। অথবা ওয়ালেট থেকে ৩০০ টাকা ১৭০০ টাকা বিকাশ বা ক্যাশে পরিশোধ করতে পারবেন।

স্বপ্নবাড়ী রিওয়ার্ড ব্যালান্স ও ক্যাশব্যাক ব্যালান্স এর শর্তাবলীঃ

  • রেজিস্ট্রাশান রিওয়ার্ড শুধুমাত্র নতুন কাস্টমার হিসেবে রেজিস্ট্রাশানে ১০০টাকা একবারই পাওয়া যাবে।
  • শুধুমাত্র নির্ধারিত পণ্যের উপরে ১০% থেকে ২০% ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • ভিজিটর রিওয়ার্ড,রেফারেল রিওয়ার্ড এর কোন সীমারেখা নেই। অথ্যাৎ যতখুশি তত পাওয়া যাবে।
  • উপার্জিত রিওয়ার্ড ব্যালান্স পরবর্তী ৩ মাস (৯০ দিনের) মধ্যে ব্যবহার করতে হবে। ৩ মাস পরে এই ব্যালান্স শুন্য হয়ে যাবে।
  • ওয়ালেট ব্যালান্স অচল একাউন্ট এ অকার্যকর হয়ে যাবে।
  • ওয়ালেট ব্যালান্স শুধুমাত্র আপনি পণ্য ক্রয় বা ডেলিভারী চার্জ বাবদ ব্যয় করতে পারবেন।
  • শুধুমাত্র স্বপ্নবাড়ী ডট কম ওয়েব সাইটের মাধ্যমে ক্রয় এর মূল্য পরিশোধ করার ক্ষেত্রে এই ব্যালান্স ব্যবহার করা যাবে। ফোনে অর্ডার, বা অন্য কোন উপায়ে অর্ডারের ক্ষেত্রে এই ব্যালান্স ব্যবহার করা যাবে না।
  • ওয়ালেট ব্যালান্স টাকায় রুপান্তরযোগ্য নয় । বা অন্য কাউকে হস্তান্তরযোগ্যও নয়।
  • এই প্রোগ্রাম যে কোন সময় বিনা নোটিশে বন্ধ, স্বগিত বা বাতিল, পরিবর্তন, পরিবর্ধন, বা সংশোধন  করার অধিকার স্বপ্নবাড়ী ডট কম কর্তৃক সংরক্ষিত।
0 Shares