স্বপ্নবাড়ী অ্যাফিলিয়েট মার্কেটিং কি? কিভাবে করতে হবে?
স্বপ্নবাড়ী অ্যাফিলিয়েট মার্কেটিং কি? কিভাবে করতে হবে?
স্বপ্নবাড়ী একটি ই-কর্মাস ওয়েবসাইট। এখান থেকে বিভিন্ন ধরণের পণ্য ক্রয় করতে পারেন খুব সহজেই কোন ঝামেলা ছাড়া। স্বপ্নবাড়ী অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে স্বপ্নবাড়ীর লিম্ক বা ব্যানার শেয়ার করে পণ্য বিক্রয় করে কমিশন পাওয়ার মাধ্যম। যদি সহজ করে বলি। যে কেউ স্বপ্নবাড়ীর অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে একাউান্ট খুললে একটি ইউনিক লিম্ক দেওয়া হবে সেই লিম্কটি ফেসবুক, টুইটার, ব্লগ সহ যে কোন জায়গায় শেয়ার করবে একটি যদি কেউ এই লিম্কে ক্লিক করে স্ববাড়ীর সাইটে এসে যে কোন পণ্য ক্রয় করে তবে বিক্রয় মূল্যের উপর নিদিষ্ট হারে কমিশন তার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে জমা হবে।অথ্যাৎ স্বপ্নবাড়ীতে অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে অ্যাকাউন্ট করে তার অ্যাফিয়েট আইডি ব্যবহার করে যদি কোন সেলস্ হয় তবে তার উপর কমিশন আয় করা।
স্বপ্নবাড়ীতে অ্যাফিয়েট মার্কেটিং করতে আপনাকে সহজ তিনটি কাজ করতে হবে
১। জয়েন্ট করুনঃ স্বপ্নবাড়ীতে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে প্রথমেই আপনাকে রেজিস্ট্রার ফরম পুরণ করে জয়েন্ট করতে হবে। তারপর আপনার মেইলে একটি আক্টিভেশন লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটি এক্টিভ করতে হবে। অ্যাকাউন্ট এক্টিভ হয়ে গেলে লগিন করলেই পেয়ে যাবেন আপনার কাজ করার সব উপাদান সহ একাউন্ট ডিটেইলস্।
২। প্রোমোট করুনঃ আপনি লগিন করার পর অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড ক্লিক করলে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক বা আইডি পেয়ে যাবেন। এই আইডিটি কপি করে পেষ্ট করুন আপনার ওয়েবসাইট, ব্লগ বা ফেসবুক সহ যে কোন জায়গার। শেয়ার করুন পৌছে দিন সবার কাছে। ব্যাস আপনার কাজ শেষ। যত বেশি শেয়ার করবেন ততবেশি আপনার ইনকামের সম্ভবনা নিশ্চিত হবে।
৩। উপাজর্ন করুনঃ আগেই বলেছি যতবেশি শেয়ার করবেন তত বেশি ইনকাম। তাই শেয়ার করুন আর পৌছে যান আপনার কাঙ্খিত লক্ষে।
আপনার নিজস্ব ওয়েব সাইট থাকে আর তাতে যদি দৈনিক ভিজিটর থাকে তাহলে অ্যাপিলিয়েট মার্কেটিং আপনার জন্য সারাজীবনের নিশ্চিত উপার্জনের রাস্তা। তাই আজই শুরু করুন।