How to make the skin a Soft and Shine-shopnobari

কীভাবে ত্বককে কমল করে তুলতে পারবেন।

কীভাবে ত্বককে কমল করে তুলতে পারবেন?

আপনি কি সামগ্রিক ভাবে আপনার ত্বককে কমল রাখতে চান? যদি তাই হয়, তাহলে আমাদের উপায় গুলো আনুসরন করে আপনার ত্বককে কমল করে তোলেন।  ত্বককে কমল রাখার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপটি হল সঠিকভাবে ময়েশ্চারাইজ ব্যবহার করা। ময়শ্চারাইজার এবং হাইড্রেটিং গুলি আপনার ত্বকের ফাংশন গুলকে উন্নত করার সময় ত্বককে নরম ও পুষ্ট দেওয়ার সময় হাইড্রেশনকে বাড়িয়ে দেয়। একটি স্বাস্থ্যকর ত্বকের জন্য ময়েশ্চারাইজ অপরিহার্য কারণ এটি সুরক্ষায় রাখে। আমাদের স্কিনকেয়ারটি আপনার ত্বকের কমল করতে সহায়তা করবে। আমাদের প্রক্রিয়াটি বৈজ্ঞানিকভাবে তৈরি করা হয়েছে। আপনার শুকনো, রুক্ষ ত্বকে বিদায় জানাতে কার্যকর পদক্ষেপগুলি আনুসরন করুন। এখানে ৫ টা ধাপ আছে

ধাপ-১ঃ অলিভ অয়েল

Olive-Oil-skin-care-for-soft-skin
অলিভ অয়েল

আপনার বাসায় অবশ্যই অলিভ অয়েল ও নারিকেল তেল রয়েছে। চার টেবিল চামচ অলিভ অয়েল এর সাথে  নারকেল তৈরি করে ফেলুন এবং প্রতিদিন নিয়ম মেনে দিনে ১ বার হলেও আপনার ত্বকে মালিশ করুন। এতে আপনার ত্বক হইয়ে উঠবে অন্যদের থেকে কমল ও মসৃণ।

ধাপ-২ঃ অ্যালোভেরার জেল

Alveolar gel-skin care
অ্যালোভেরার জেল

অ্যালোভেরার উপকারিতার কথা বলে শেষ করা যাবে না।এই অ্যালোভেরার জেল দিয়ে পৃথিবীর সব নামীদামী প্রসাধনী তৈরি করা হয়। তাই আপানর ত্বকে কমল ও মসৃণ রাখতে দিনে ১ বার হলেও অ্যালোভেরার জেল দিয়ে আপনার ত্বকে ১০ থেকে ১৫ মিনিট ম্যাসাজ করুন। এর ওসুম ওসুম গরম পানি দিয়ে  মুখ ধুয়ে ফেলুন

ধাপ-৩ঃ কফির গুড়ো 

coffee powder-skin care
কফির গুড়া

আপনি হইত ভাবতেছেন যে আবার কফি কোন? কফি তো আমারা আমাদের ক্লান্ত দূর করার জন্য খেয়ে থাকি। কিন্তু আপনি যদি দিনে একবার হলেও গোসলের সময় ভেজানো কফি পাউডার দিয়ে হালকা করে মুখে ম্যাসাজ করুন। এবার পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। এবং আপনি নিজেই এর ফলাফল দেখতে পারবেন।

ধাপ-৪ঃ কমলালেবুর খোসা

Peel Of Orange-skin care tips
কমলালেবুর খোসা

আমরা সবাই ফল খাওয়ার পর এই ফলের খোসা ফেলে দেই। কিন্তু এই ফলের খোসা যে আমাদের ত্বকের অনেক কাজে আসে তা হইত অনেকের জানা নাই। কমলালেবুর খোসার  গুঁড়ো সাথে কাঁচা দুধ মিশিয়ে ত্বকে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

ধাপ-৫ঃ মধু ও দুধ

Honey and milk-skin care
মধু ও দুধ

মধু এবং দুধ একত্রিত করে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এই প্যাকটি মুখে লাগান এবং কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন। এটি ত্বকের শুষ্কতা দূর করবে এবং ত্বককে উজ্জ্বল এবং প্রাণবন্ত করবে।

আপনি যদি নিজে উক্ত প্রাসাধনি তৈরি করতে অক্ষম হন, চিন্তার কোন কারন নেই। আপানর ত্বককে কমল রাখার ক্রিম খুজে পাওয়ার জন্য এখানে ক্লিক করুন।