অ্যাফিলিয়েট লিঙ্ক কোথায় পাবেন ?

 

উত্তরঃ প্রথমে বলি অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি অন্যের পণ্য মার্কেটিং করে এবং বিক্রি করে কমিশন আয় করতে পারেন । বর্তমানে অনলাইনে অনেকে ClickBank, E-Junkie, Commission Junction, LinkShare, Paydotcom, AvantLink, clicksure, Amazon এর পণ্য অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যমে বিক্রি করে আয় করছে বেশ বড় অঙ্কের টাকা বা ডলার । এই সব অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে টাকা আয় করা একটু কঠিন । এই সকল সাইট থেকে প্রাপ্ত কমিশন আনা ও একটু কঠিন, কারন এরা আমাদের দেশীয় ব্যাংককে এ সরাসরি টাকা ট্রান্সফার করে না । এই সকল সাইট থেকে টাকা ট্রান্সফার করার জন্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট থাকতে হয় যেমন ঃ Payoneer, moneybroker, paypall….ect । বাংলাদেশে পেপাল এখনো চালু হয় নাই । তবে Payoneer, moneybroker এর মধ্যমে টাকা আনা যায় । আমরা (shopnobari.com) একটি বাংলাদেশি ই-কমার্স সাইট । আমরা বিশ্বাস করি বাংলাদেশে এমন অনেক ট্যালেন্ট আছে যারা অনলাইনে খুব সহজে অ্যাফিলিয়েট মার্কেটিং করে বেস ভালো পরিমান অর্থ উপার্জন করতে সক্ষম। তাই আমরা ব্র্যানো অ্যাফিলিয়েট প্রোগ্রাম শুরু করেছি যাতে আপনারা কাজের / পড়ালেখা পাশাপাশি ঘরে বসে টাকা আয় করতে পারেন কোন প্রকার ঝামেলা ছাড়া । যেহেতু আমরা বাংলাদেশি তাই আমাদের টাকা ট্র্যান্সফার এ কোন ঝামেলা নাই । স্বপ্নবাড়ী অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে হলে প্রথমে আপনাকে shopnobari.com এর এই লিঙ্ক এ ক্লিক করে রেজিস্ট্রাশন ফরম পূরণ করে অ্যাফিলিয়েট প্রোগ্রামে একটি অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট তৈরির পর ওয়েবসাইট আপনার অ্যাকাউন্ট এর বিপরীতে জন্য ১টা আইডি জেনারেট করবে যা আপনার সেলস ট্র্যাকিং এর জন্য ব্যবহৃত হবে । শুধু তাই না অ্যাকাউন্ট তৈরি করার করে স্বপ্নবাড়ী আপনাকে আপনার আইডি সহ রেফারেল লিঙ্ক  দিবে যা আপনি মার্কেটিং এর জন্য ব্যবহার করতে পারবেন (যেমন – ইমেইল মার্কেটিং, সোশ্যাল সাইট ((যেমনঃ ফেসবুক, ইন্ট্রাগ্রাম, টুয়িটার, পিন্টারেস্ট, জি+) এবং ব্লগ) । তবে খেয়াল রাখবেন যেন লিঙ্কটি শেয়ার অথবা কপি করার সময় পরিবর্তন না হয় ।

উত্তরঃ অবশ্যই পারবেন । যদি আপনার কোন ব্লগ বা ওয়েবসাইট না থাকে তাহলে স্বপ্নবাড়ী অ্যাফিলিয়েট প্রোগ্রামে অংশগ্রহন করতে পারবেন । আপনি সোশ্যাল সাইট (যেমনঃ ফেসবুক, ইন্ট্রাগ্রাম, টুয়িটার, পিন্টারেস্ট, জি+) এ শেয়ার করে , ই-মেইল মার্কেটিং করে, আর্টিকেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং করে ও আয় করতে পারবেন ।

উত্তরঃআপনি যখন আপনার অ্যাকাউন্ট এ প্রবেশ করবেন তখন আপনি একটি গ্রাফ দেখতে পাবেন এই গ্রাফ এর নিচে রেফারেল লিঙ্ক বা creatives ট্যাবে ক্লিক করলে লিঙ্ক দেখতে পাবেন যা আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ব্যবহার করতে পারবেন ।

উত্তরঃ কোন প্রকার অ্যাডাল্ট ব্লগ বা ওয়েবসাইট এ আমাদের পণ্য শেয়ার করার অনুমোদন নাই । অ্যাডাল্ট ব্লগ বা ওয়েবসাইট ছাড়া যে কোন প্রকার ওয়েবসাইট বা ব্লগ আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে অনুমোদন পাওয়ার যোগ্য ।

উত্তরঃ না স্বপ্নবাড়ীর অ্যাফিলিয়েট প্রোগ্রামের সদস্য হতে আপনার কোন টাকা লাগবে না বা খরছ করতে হবে না । আপনি ফ্রি তে আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামের একজন সদস্য হতে পারেন । কোথায় এই উদ্দেশ্যে টাকা খরচ করে প্রতারিত হবেন না।

উত্তরঃ এইটা সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করবে । আমরা শুধু আপনাকে পণ্য প্রমোট করার বিষয়ে সাহায্য করতে পারি যদি আপনার কোন প্রকার সাহায্যের প্রয়োজন হয় । আপনার আয় সম্পূর্ণভাবে আপনার বিক্রয় উপর নির্ভর করবে । তবে বিজ্ঞ অ্যাফিলিয়েট মার্কেটাররা বিশ্বাস করে যদি আপনি আপনার পণ্যের মার্কেটিং সঠিক ভাবে করতে পারেন তাহলে আপনি ভালোই আয় করতে পারবেন । বিজ্ঞ অ্যাফিলিয়েট মার্কেটাররা প্রতি মাসে ৩০০০-৪০০০ ডলার বা তার ও বেশি আয় করেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ২০০০০ থেকে ৩০০০০ বা তার ও বেশি আয় করতে পারবেন যদি আপনি আপনার পণ্যের মার্কেটিং সঠিক ভাবে করতে পারেন।

উত্তরঃ আপনি আপনার অ্যাকাউন্ট এ কি পরিমান টাকা আয় করেছেন তা দেখতে পারবেন এবং উইড্র ও করতে পারবেন। তবে যদি আপানর অ্যাকাউন্ট এ ৫০০ টাকার কম থাকে তা হলে আপনি উইড্র করার জন্য রিকুয়েস্ট করতে পারবেন না । যদি আপনার অ্যাকাউন্ট এ ৫০০টাকার উপরে থাকে তাহলে আপনি উইড্র করার জন্য রিকুয়েস্ট করতে পারবেন এবং আপনার উইড্র রিকুয়েস্ট এর ১ সাপ্তার মধ্যে আপনি আপনার কমিশন কৃত আয়ের টাকা পেয়ে যাবেন এবং আমরা আপনাকে ফোন করে জানিয়ে দিবো যে আমরা আপনার ব্যাংক অ্যাকাউন্ট এ বা বিকাশ নাম্বার এ টাকা পাঠিয়েছি।(আপনার রিকুয়েস্ট অনুযায়ী)

স্বপ্নবাড়ী.কম
বয়ড়াদীঘি,
নাটোর রোড,
শাকপালা,
বগুড়া-৬৮০০
+৮৮০১৭৩০-৫৮৩৭৯৮

শনিবার থেকে বৃহস্পতিবার,
সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭টা

সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা

support@shopnobari.com

complain@shopnobari.com

0 Shares