Merchant Home

আর এক জায়গায় আটকে থাকবেন কেন, ছড়িয়ে দিন আপনার ব্যবস্যা সারাদেশ ব্যাপী

register-merchant
merchant-order-received
get-payment-and-grow-your-business

প্রাথমিক কিছু জানার বিষয়

বাংলাদেশের বিশ্বস্ত অনলাইন শপিং সেন্টার। এখানে দেশী-বিদেশী পোশাক, ইলেকট্রনিক্স, গ্যাজেট, হেলথ কেয়ার আইটেম সহ বিভিন্ন পণ্যসামগ্রী সমূহ বিক্রয় করা হয।

বাংলাদেশের যেকোনো স্থান থেকে যেকোনো সময়ে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ক্রেতারা তাদের পছন্দনীয় পণ্যের অর্ডার করে এবং স্বপ্নাবাড়ী তার নিজস্ব ব্যবস্থাপনায় সারা বাংলাদেশে ক্রেতাদের ডেলিভারী দিয়ে থাকে ।

আপনি যদি আপনার ব্যবসার সম্প্রসারনের জন্য খুব কম খরচে কোন আধুনিক বিজনেস প্ল্যানিং এর কথা ভেবে থাকেন যা আপনার পন্যকে ক্রেতাদের কাছে খুব স্বল্প সময়ে সুপরিচিত করে তুলবে, পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে আপনার ব্যবসায়িক উৎকর্ষতাকে আরো বেশী প্রসারিত করবে, সেক্ষেত্রে স্বপ্নবাড়ী ডট কম আপনার জন্য হতে পারে একটি পূর্নাঙ্গ বিজনেস প্ল্যাটফর্ম।

স্বপ্নবাড়ী ডট কম  আপনার ব্যবসা সম্প্রসারনে যুগোপযোগী বিভিন্ন প্রমোশোনাল কার্যক্রম পরিচালনা করে যা একই সাথে আপনার পন্যের পরিচিতি, বিক্রি ও লভ্যাংশ প্রদানের পাশাপাশি সামগ্রিক ভাবে একজন সফল বাবসায়ী হিসেবে আপনার পথকে অনেক প্রশস্ত করতে পারে।

‘বিজনেস পার্টনারশিপ’ প্রকল্পের মাধ্যমে  স্বপ্নবাড়ী ডট কম  আপনার এন্টারপ্রাইজের অনলাইন পার্টনার (e-tailor) হিসেবে কাজ করে, যা আপনার পন্যের ব্র্যান্ডিং এর পাশাপাশি বিক্রয়কে নিশ্চিত ভাবেই প্রভাবিত করে। এ ছাড়া সারা বাংলাদেশে আমাদের বিস্তৃত ডেলিভারী নেটওয়ার্কের মাধ্যমে আপনি আপনার পন্য পৌঁছে দিতে পারেন দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের কাছে অত্যান্ত দ্রুততম সময়ে।

স্বপ্নবাড়ী ডট কম  বিক্রেতাদের পন্যের ইতিবাচক গ্রহণযোগ্যতা বাড়াতে সবসময় সচেতন। বিক্রেতাদের ব্র্যান্ডের/পণ্যের সর্বোচ্চ প্রচার ও প্রসারের লক্ষ্যে স্বপ্নবাড়ী ডট কম প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রমোশনাল টুল ব্যবহার করে থাকে । গতানুগতিক প্রমোশন যেমন টেলিভিশন/রেডিও বিজ্ঞাপন, বিলবোর্ড কিংবা ব্যানার বা ফেস্টুন- এগুলোর পাশাপাশি স্বপ্নবাড়ী একটি সমন্বিত প্রমোশনাল প্যাকেজের আওতায় আপনার পণ্য কে বাজারজাত করবে যা আপনাকে আপনার পন্যের বাজার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারনা দিতে।

এছাড়াও সাম্প্রতিক সময়ের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেমন ফেসবুক, টুইটার, গুগলসহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর প্রচারে স্বপ্নবাড়ী স্বতন্ত্র ভুমিকা পালন করে।

নিজস্ব ডেভেলপমেন্ট টিম, ফটোগ্রাফার ও ডিজাইনার দ্বারা স্বপ্নবাড়ী বিক্রেতাদের দের সকল পন্যের ছবির গুনগত মান নিশ্চিত করে সেই পন্যের অফার পাবলিশ করে।

বিক্রেতা হিসেবে আপনার মনে যে সব প্রশ্ন আসতে পারে ও তার উত্তরঃ

প্রথমেই আপনাকে  Merchant হিসেবে রেজিষ্ট্রেশন করতে হবে

রেজিষ্ট্রেশন হয়ে গেলে আপনার ইউজার আইডি অথবা ই-মেইল আইডি ব্যবহার করে লগিন করতে হবে।

লগিন হয়ে গেলে আপনি Merchant Dashboard দেখতে পাবেন

Product ট্যাব এ ক্লিক করলে Add New Product ক্লিক করে পণ্যের ছবি, দাম, বিবরণসহ প্রয়োজনীয় তথ্য প্রদান কেরে Submit বাটনে ক্লিক করুন। আপনার কাজ শেষ।

আমাদের টিম আপনার সাবমিটকৃত পণ্যটি যাবতীয় তথ্য যাচাই করে কোন পরিবর্তন প্রয়োজন হলে আপনার সাথে যোগাযোগ করবে। আর যদি সবকিছু স্বপ্নবাড়ীর পলিটিসি অনুযায়ী ঠিকঠাক থাকলে আপনার পণ্যটি স্বপ্বাবাড়ীর সাইটে পাবলিশ করা হবে।

আপনি স্বপ্বাবাড়ীর হোমপেজে দেয়া মোবাইল নাম্বার ও ঠিকানায় যোগাযোগ করতে পারেন।

স্বপ্নবাড়ী ডট কম এ বিভিন্ন ক্যাটাগরির অন্তর্ভুক্ত যে কোনো সাব-ক্যাটাগরির/পন্যের ধরন অনুযায়ী আপনার পন্যের অফার দিতে পারেন। এ ব্যাপারে পরিষ্কার ধারনা পাবার জন্য আমাদের ক্যাটাগরি ও সাব-ক্যাটাগরিগুলো দেখুন।

আপনি রেজিষ্ট্রেশন করার সময় যে ইমেই আইডি ব্যবহার করবেন সেই ই-মেইলে অর্ডার হওয়ার সাথে সাথে আপনাকে নোটিফিকেশন পাঠানো হবে। আপনি নোটিফিকেশন অনুযায়ী পণ্য ডেলিভারীর ব্যবস্থা নিবেন।

কোন বাৎসরিক বা মাসিক চার্জ বা ফি প্রদান করতে হবে না। তবে আপনার বিক্রিত মূল্যের উপর নিধারিত ১০% হারে কমিশন কর্তন করা হবে। এবং আপনি যদি ডেলিভারী নিজে না করেন সেক্ষেত্রে ডেলিভারী চার্জ কর্তন করা হবে।

হ্যাঁ, অবশ্যই আপনি আপনার পন্যের ডেলিভারী নিজেই করতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রাহককে স্বপ্বাবাড়ী ডট কম এর প্রতিশ্রুত সময়ে পন্যের ডেলিভারী নিশ্চিত করতে হবে এবং স্বপ্নবাড়ীর প্রতিশ্রুত সকল এলাকায় ডেলিভারি প্রদানে সক্ষম হতে হবে।

আপনি আপনার একাউন্টের কোনো তথ্য পরিবর্তন করতে চাইলে আপনার একাউন্ট এ লগ-ইন করে প্রয়োজনীয় পরিবর্তন করুন।

না, আপনি কোন কমিশন রেট পরিবর্তন করতে পারবেন না। স্বপ্নবাড়ীর কমিশন রেট কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত।

কাস্টমার সার্পোটে স্বপ্নবাড়ী ডট কমের রয়েছে নিজস্ব সক্রিয়তা।

সবচেয়ে বড় অনলাইন শপিং সেন্টার স্বপ্নবাড়ীর রয়েছে হোম ডেলিভারী ব্যবস্থা।

0 Shares