Shopnobari Trendy Collection in this Eid

Shopnobari Trendy Collection in this Eid

রোজার ঈদের মত কোরবানীর ঈদে পোশাক কেনার উপচে পড়া ভিড় না থাকলেও নেহাত কম না। যারা পোশাক কেনাকাটা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের পোষ্ট। যেনে নিতে পারেন কি ভীন্নতা থাকছে এই ঈদে পোশাকে।অথ্যাৎ ঠিক কি ধরণের বা কী ডিজাইনের পোশাক চলছে।

 

ভিন্নতা এসেছে সালোয়ার কামিজে

সবাই চায় পোশাক পড়ে যেন স্বস্তি পাওয়া যায় আর তাই এই গরম আবহাওয়ায় সবার পছন্দের শীষে জায়গা করে নিয়েছে পাকিস্তানী লন।সকল বয়সী নারীদের কাছে বাহারী রং আর ডিজাইনের পাকিস্তানী লনের চাহিদা এখনও তুঙ্গে। সুতি ওড়না ও হাতার লনের পাশাপাশি শিফন ওড়না ও হাতার লনের ও রয়েছে প্রচুর চাহিদা।

পেলাজো ও চওড়া মুহুরির সালোয়ার ও রয়েছে নারীদের পছন্দের তালিকায়। পাশাপাশি চুড়িদারের চাহিদাও রয়েছে নজর কারার মত।

ডিজাইনে নতুনত্ব এসেছে ব্লকের সালোয়ার কামিজগুলোতে তার ফলে বাজারে অনেকটা জায়গা করে নিয়েছে ব্লকের সালোয়ার কামিজ। ক্রমবর্ধমান পছন্দের তালিকায় রয়েছে সারারা ।

সোনালী রুপালী রঙ্গের মিশ্রন এসেছে শাড়িতে

বর্তমানে নারীদের পছন্দের শীর্ষে জায়গা করে নিয়েছে শিফন জর্জেট কাতান আর জামদানী শাড়ী। শাড়ীতে অনেকের পছন্দের তালিকায় রয়েছে জরি, পুতি ও ভারি স্টোনের কাজ।আর ব্লাউজে পছন্দের তালিকায় রয়েছে পিছনের দিকে খোলামেলা কাট। আবার তরুনীদের পছন্দের তালিকায় রয়েছে ইন্ডিয়ান আনারকলি শাড়ী। পছন্দের শাড়ী ক্রয় করুন

বাহারী গাউন মন কেড়েছে তরুণীদের

পশ্চিমা দেশের এই পোশাকটি আমাদের দেশের তরূনীদের মন জয় করে নিয়ে অনেকটাই। তাই ক্রেতাদের রুচি বিবেচনায় বাজারে এসছে সুতি গাউনসহ জমকালো কাজ করা গাউন। ক্রেতার স্বাস্থ্য উচ্চতা রঙ সবদিকে বিবেচনায় রেখেই বিক্রেতারা বাজারে এনেছে এই পোশাকটি যা সহজে মানুষের নজর কেড়ে নেয় তাই তরুনীরাও লুফে নিচ্ছে এই পোশাকটি।

eid-fashion-shopnobari

মোদি কটি পাঞ্জাবী

পাঞ্জাবীর রঙ্গের সাথে খাপ খায় এমন কটি বেছে নিচ্ছেন তরুনরা। তাই কটিসহ পাঞ্জাবী বাজার দখল করে নিয়েছে ছেলেদের ঈদ কেনা কাটায়।তাই বাজারে পাওয়া যাচ্ছে বাহারী রং আর বাহারী ডিজাইনের পাঞ্জাবী ও কটি।

new-fashion-panjabi

পছন্দের তালিকায় রয়েছে পোলো টি-শার্ট

গরম আবহাওয়ার কথা মাথায় রেখে তরুনদের পছন্দের তালিকায় রয়েছে পোলে টি-শার্ট।

পছন্দের কেনাকাটা করতে ক্লিক করুন