Become a natural slim wear slim dress
Become a natural slim wear slim dress
স্লিম বডি অথ্যাৎ ছিমছাম শরীর প্রতিটি মানুষকে আকৃষ্ট করে। মোটা স্বাস্থ্য কেউই পছন্দ করেন না।আর তাই স্বাভাবিকভাবে আপনি চাইবেন চিকন ছিমছাম শরীর। শুধুমাত্র পোষাকের কারণে আমরা অনেক সময় আমাদের স্মার্টনেস হারিয়ে ফেলি। স্লিম স্মাট ও কমনীয় গড়নের সহজ কৌশল হলো স্লিম পোষাক ।কারণ কখনও কখনও পোষাকে আপনি খুব চিকন এবং সুন্দর মত চেহারা করতে পারেন । এজন্যই আপনি যদি কিছু ড্রেস কোড অথ্যাৎ কিছু পোষাক টিপস মেনে চলেন তাহলে আপনার স্মাটনেস অনেকটাই ফুটিয়ে তুলতে পারেন।আর এ টিপসগুলো নিচে দ্ওেয়ার চেষ্টা করছি।
স্লিম লুকিং খুবই গুরত্বপূর্ণ যা আপনি ড্রেস কোডের মাধ্যমে পেতে পারেন
বর্তমানে সুযোগ সৃষ্টির অন্যতম চাবি হচ্ছে ফ্যাশান । ঘরে বাইরে প্রতিটি জায়গায় ফ্যাশান এবং সৌন্দয্যের ব্যাপক কদর রয়েছে। এটা কিন্তু গুবই গুরুত্বপূর্ণ আপনি বিভিন্ন অনুষ্ঠানে যেমন জন্মদিন, বিয়ে, কিধরনে পোষাক পড়ে গেলেন। কারণ লোকে বলে না ’পোষাকে আভিজাত্য।’
স্লিম ড্রেস বেছে নিন
যখন আপনি স্লিম ড্রেস পছন্দ করবেন। এটা সবসময় মনে রাখবেন অতিরিক্ত টাইট পোষাক পরবেন না বা পছন্দ করবেন না। এতে হিতের বিপরীত হতে পারে। এখন বলছি কিধরণে পোষাক তাহলে আপনার জন্য পড়া উচিত যা আপনাকে স্লিম লুকিং দিতে সাহায্য করবে।
স্লিম ড্রেসের জন্য গুরুত্বপূর্ণ্ টিপস যা আপনাকে স্লিম লুকিং দিবে
- সবসময় মনে রাখবেন এক্ষেত্রে লং স্ট্রাইপ ড্রেস পছন্দের তালিকায় প্রথম। কেননা এটি আপনাকে থিন দেখাবে।
- তির্যকভাবে খচিত শর্টস ব্যবহার করার চেষ্টা করুন।
- প্রিন্সেস লাইন ড্রেস পরার চেষ্ট্রা করুন।
- যদি আপনি স্কার্ফ ব্যবহার করেন তাহলে V অথবা Y শেপের স্কার্ফ ব্যবহার করুন।
- যদি জিন্স পরতে চান তাহলে গাঢ় কালার বেছে নিন।
- স্ট্রেইট বেল্ট আপনার মেদ বা চর্বিটা লুকিয়ে রাখতে সাহায্য করবে।
- ঢিলেঢালা শার্ট এডিয়ে চলুন টাইট ফিটিংস শার্ট পরিধান করুন।
- আপনার মাথার চুলগুলোকে একটু ছোট রাখুন।
- লম্বা পকেটযুক্ত প্যান্ট পরিধান করুন।
- V, Y অথবা U আকৃতির জামা পরিধান করার চেষ্টা করুন।
- লং স্কার্টের সাথে ফিটেট টপস্ পরিধান করুন।
- যদি আপনি কামিজ পরিধান করতে চান, তাহলে কামিজের সঙ্গে বড় নকশা সম্বলিত কামিজ না পরে সামান্য নকশা সম্বলিত কামিজ পরিধান করুন।
এবার আপনি আয়নার সামনে দাড়িয়ে নিজেকে দেখে নিন। আসলে কোন পরিবর্তন লক্ষ্য করতে পারছেন? যদি পান তাহলে আমার এই পোষ্টটি আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। শেয়ার করতে চাচ্ছেন না ঠিক আছে। তাহরে আমানে নিচে নিউজ লেটার অপশানে আপনার নাম এবং ইমেইল আইডি দিন। আমাদের নতুন নতুন সুন্দর সুন্দর প্রয়োজনীয় টিপস অথব্যা পোষ্ট সবার আগে আপনার ইমেইলে পৌছে যাবে।